বুধবার, ২ জানুয়ারী, ২০১৩

শঙ্খ ঘোষ ও 'বাইশে শ্রাবণ' ফিল্ম

 সহদেব, আমাদের জুনিয়ার পার্টনার ,একেবারে কুরুক্ষেত্র থেকে এই খবর এনে দিয়েছে :
বাইশে শ্রাবণ ফিল্ম রিলিজ হয়েছিল একটি সত্য সংবাদ নিয়ে । সংবাদটি হল যে শৈলেশ্বর ঘোষ ছিলেন রাজসাক্ষী । সৃজিত মুখার্জিকে বলেকয়ে শঙ্খ ঘোষ শৈলেশ্বর ঘোষের নামটি রাজসাক্ষীর তালিকা থেকে বাদ দিতে অনুরোধ করেন । শঙ্খ ঘোষ বলে কথা ! তিনি ধ্রুবসত্য নিয়ে বই লিখেছেন; তা পড়ানো হয় কলেজে-কলেজে । সৃজিত মুখার্জি এডিট করে রাজসাক্ষীর তালিকা বাদ দিলেন । শঙ্খ ঘোষ কিন্তু হাংরি জেনারেশান মামলায় হাংরিদের পক্ষে সাক্্য দিতে অস্বীকার করেছিলেন ।
গোপন খবর এই যে শঙ্খ ঘোষ হলেন শৈলেশ্বর ঘোষের নিকটাত্মীয় ।
ওরে তোরা যে যা বলিস ভাই....ইত্যাদি ।