আমাদের দলের সহদেব, পিৎজা আর পেপসি এনে বলল, নেটে একটা মজার চিঠি খুঁজে পেয়েছি । সুনীল গঙ্গোপাধ্যায় আয়ওয়া থেকে হুমকি দিচ্ছেন, "দেশে ফিরে আন্দোলন ভেঙে দেবো, সব হুশিয়ার ।" চিঠিটা উনি লিখেছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়কে ; অক্ষরে অক্ষরে গোঁসা টুপ টুপ করে ঝরে পড়ছে । শক্তি চট্টোর উপর, উৎপল বসুর উপর, সন্দীপনের উপর, মলয়ের উপর ।
উনি ফিরলেন ; হাংরিরা গ্রেপ্তার হল ; উনি পাকাপাকি চাকরি পেলেন আনন্দবাজার পত্রিকায় ।
সহদেব বলল, পিৎজার একটা টুকরো এগিয়ে দিয়ে, অর্জুনদা, গল্পটা তাহলে খাপে খাপ মিলে যাচ্ছে । হাংরিরা তো তখন চুনোপুঁটি, তাদের এত ভয়ের কারণ কী ? প্রকারান্তরে স্বীকৃতি ? ওরা টেক্কা মেরে দিলে !
সুনীলবাবুর চিঠি, সন্দীপনবাবুকে, ১৯৬৪ সালে
উনি ফিরলেন ; হাংরিরা গ্রেপ্তার হল ; উনি পাকাপাকি চাকরি পেলেন আনন্দবাজার পত্রিকায় ।
সহদেব বলল, পিৎজার একটা টুকরো এগিয়ে দিয়ে, অর্জুনদা, গল্পটা তাহলে খাপে খাপ মিলে যাচ্ছে । হাংরিরা তো তখন চুনোপুঁটি, তাদের এত ভয়ের কারণ কী ? প্রকারান্তরে স্বীকৃতি ? ওরা টেক্কা মেরে দিলে !
সুনীলবাবুর চিঠি, সন্দীপনবাবুকে, ১৯৬৪ সালে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন