রবিবার, ৯ ডিসেম্বর, ২০১২

দেবেশ রায় : ইনি কি জ্ঞানপাপী সাহিত্যিক ?

হাংরি কিংবদন্তি বইটা আজও বই-বাজারে পাওয়া গেল না । আমরা পাঁচ জন কলকাতার বইয়ের দোকান ও ফুটপাতের পুরানো বই ঘেঁটে কোথাও পেলাম না।
পরিবর্তে, আমাদের যিনি ভীম, তিনি এই অমূল্য উদ্ধৃতিটি সংগ্রহ করে এনেছেন। এটি যিনি লিখেছেন, দেবেশ রায়, তিনি এক কথায় নিজেকে 'কাওয়ার্ড' বলতে পারতেন ; তাহলে ঘুরিয়ে নাক দেখাতে হতো না ।
 
"হাংরিদের উত্তেজনা ছড়াবার চেষ্টার সেই দিন বছরগুলি পেরিয়ে আজ তাঁদের রচনার সন্মুখীন হতে হচ্ছে যখন, তখন, আমি নিজেকে খানিকটা দায়ী না ভেবে পারি না । কেন আমি সেদিনই হাংরি নামধেয় হলেও সাহিত্যের পক্ষে দাঁড়াবার মতো ওয়াকিবহাল ছিলাম না ? তাএটি আমার বিলম্বিত সওয়াল, শারীরিকভাবে আসামীর কাঠগড়ায় দাঁড়ানো সাহিত্যের পক্ষে ।"

মালুম হল কিছু ? সে-সময়ে তিনি প্রতিষ্ঠানের পত্র-পত্রিকায় উপন্যাস প্রকাশের প্রয়াস করছিলেন যে ! হাংরিদের পক্ষে দাঁড়ালে তা ভেস্তে যেত । এখন নানা পুরস্কার, ডজন-ডজন বই, শতেক শিষ্যশিষ্যা পরিবৃত দেবেশবাবু যৎসামান্য মড়াকান্না কেঁদে নিলেন ।
না কাঁদলেও চলত !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন