শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২

তরুণ সান্যাল : কিংবদন্তিপুপরুষ

হাংরিদের ব্লগগুলো থেকে জানতে পারলাম যে তরুণ সান্যাল স্বেচ্ছায় তাঁদের কোর্ট কেসে সাক্ষী হতে চেয়েছিলেন । তাঁকে তাঁর রাজনৈতিক দল নিষেধ করেছিল ; তিনি তা উপেক্ষা করে সাক্ষ্য দেন ।
অপরপক্ষে সুনীল গঙ্গোকে দেখুন । তিনি সাক্ষ্য দিয়ে পরে কতরকমের কথা বলাবলি করলেন । তাঁকে যে সমীর রায়চৌধুরী অনুরোধ করেছিলেন, সে কথাও সবারই জানা ।
আরেকজন হলেন শঙ্খ ঘোষ, সর্বঘটে কাঁঠালিকলা । তিনি নাকি সাক্ষ্য দিতে অস্বীকার করেছিলেন । ভালো করেছিলেন । শঙ্খ  ঘোষ হলেন লোহার পাথরবাটি । কখনও সিপিএম দলের পোঁ আবার কখনও তৃণমূলের পোঁ ।  তাঁর বইগুলো বিক্রী হলেই হল । তিনি অকাদেমি বলুন বা অ্যাকাডেমি, গাছেরও খাবেন, তলারও কুড়োবেন ।
সবার মাঝে তরুণ সান্যালএকমাত্র মহামানব । তাঁর আশি বছর পূর্তিতে আমাদের স্যালিউট ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন